রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামের জনৈক লিটন মিয়ার স্ত্রী গৃহবধূ নুরুন্নাহার (২৫)কে ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ১টার দিকে পংকরহাটি গ্রামের মৃত তাজ্জদ মুন্সীর পুত্র হানিফ (৩০), সাহদে আলীর পুত্র বিল্লাল (২৮), বারুইগ্রামের রুবেল (৩২) ও মোজা¤েমল (৪৫) গৃহবধূ নুরুন্নাহারের ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাকে ধর্ষণনর চেষ্টা করে ব্যর্থ হয়ে এক পর্যাযে দুর্বৃত্তরা গৃহবধূকে কুপিয়ে গুরুতর আহত করেছে। পরবর্তী সময়ে গভীর রাতে গুরুতর আহত গৃহবধূ নুরুন্নাহারকে নান্দাইল মডেল থানা পুলিশ উদ্ধার করে নান্দাইল হাসপাতালে ভর্তি করেছে। এদিকে উক্ত ঘটনা ধামাচাপা দিতে এলাকার একটি কুচক্রী মহল মোটা অংকের টাকার বিনিময়ে ঘটনাটিকে অন্যদিকে প্রবাহের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে এলাকাবাসীরা জানিয়েছেন। এদিকে উক্ত ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নান্দাইল মডেল থানা পুলিশ মাদক ও ইয়াবা ব্যবসায়ী পংকরহাটি গ্রামের সাহেদ আলীর পুত্র বিল্লালকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে শুক্রবার রাতে নান্দাইল মডেল থানায় মামলা রুজু হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ সরদার মোঃ ইউনুছ আলী নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।