Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫০০ টাকায় সদস্য পদ নবায়ন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ মে, ২০১৭, ২:২০ পিএম

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সদস্য পদ নবায়ন মাত্র ২০ টাকা দিয়েই করা যায়। সেখানে ৫০০ টাকা দিয়ে নিজের সদস্য পদ নবায়ন করলেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আজ শনিবার সকালে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধানমন্ত্রী নিজের সদস্য পদ নবায়ন করেন।
সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ২০ টাকা দিয়েই আপনারা সদস্য পদ নবায়ন করতে পারবেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ২০ টাকা কেন, ১০০ টাকা দেব, ৫০০ টাকা দেব। বেশি দিলে তো আপত্তি নেই।
নিজের সদস্য পদ নবায়ন করার মধ্য দিয়ে শেখ হাসিনা দলীয় সদস্য পদ নবায়ন এবং সারাদেশে সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। দলের নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল আলম ভুইয়া ও ব্যারিস্টার ফারজানা বেগম।
দলের নেতা-কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দলকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। তাই দ্রুত সদস্য সংগ্রহ অভিযান শুরু করুন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বর্ধিত সভায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, জাতীয় পরিষদ সদস্যরা, মন্ত্রীপরিষদের সদস্য ও সংসদ সদস্য, সব জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দফতর ও উপ-দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ