Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি শেষ পুলিশের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ মে, ২০১৭, ১০:৫৬ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি শেষ করেছে পুলিশ। আজ শনিবার সকাল আটটা থেকে শুরু হওয়া তল্লাশি দেড় ঘণ্টার কিছু বেশি সময় ধরে চলে। আদালতের পরোয়ানা থাকায় তল্লাশি হয়েছে বলে জানিয়েছেন পুলিশের গুলশান বিভাগের সহকারী কমিশনার আশরাফুল করিম। তল্লাশি চলাকালে গুলশান ২ এর ৮৮ নম্বর সড়কে দায়িত্বপালনের সময় তিনি এ কথা জানান।
তল্লাশি চলার সময় কার্যালয়ের ভেতরে যান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল। তল্লাশি শেষ হলে সকাল সাড়ে নয়টার কিছু পরে তাদের বেরিয়ে আসতে দেখা যায়।
কার্যালয়ের সামনের ব্যারিকেড সরিয়ে নিয়েছে পুলিশ। তল্লাশি চালিয়ে কিছু পাওয়া গেছে কি না তা পুলিশের পক্ষ থেকে জানা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ