Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজান উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের প্রতিষ্ঠাতা সভাপতি আল্লামা জহুর আহমদের ইন্তেকাল

| প্রকাশের সময় : ২০ মে, ২০১৭, ১২:০০ এএম

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : জমিয়াতুল মোদার্রেছীন বাংলাদেশ রাউজান উপজেলার প্রতিষ্ঠাতা সভাপতি ও কদলপুর হামিদিয়া সিনিয়র মাদরাসার সাবেক অধ্যক্ষ উস্তাজুল উলামা প্রবীণ আলেমেদ্বীন আলহাজ আল্লামা জহুর আহম্মদ (৮০) গতকাল শুক্রবার ভোর ৫টায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তিনি স্ত্রী, ৬ ছেলে, ৭ মেয়ে ,অসংখ্য ছাত্র-ছাত্রী আতœীয়স্বজন আলেম ওলামা রেখে যান। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল শুক্রবার বাদ আছর কদলপুর হামিদিয়া ফাজিল মাদরাসা ময়দানে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি প্রথমে সিনিয়র আরবি শিক্ষক পরে ১৯৮৯ থেকে ২০০২ সাল পর্যন্ত হামিদিয়া মাদরাসার অধ্যক্ষ পদে নিয়োজিত থেকে অবসর প্রাপ্ত হন। প্রবীন এ আলেমেদ্বীনের ইন্তেকালে আলেম সমাজে শোকের ছায়া বিরাজ করছে। তার ইন্তেকালে রাউজান উপজেলা জমিয়াতুল মোর্দারেছীন সভাপতি অধ্যক্ষ আল্লামা আলহাজ হাফেজ আবু জাফর সিদ্দিকী সকলের নিকট মাগফিরাত কামনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ