Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ

| প্রকাশের সময় : ২০ মে, ২০১৭, ১২:০০ এএম

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : ছাগলনাইয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসত বাড়ীর জায়গা জবর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত ১৬ মে পুলিশ আদালতের নিষেধাজ্ঞার নোটিশ প্রদান করার পরও গত কয়েকদিন যাবত বিবাদীরা নালিশী ভ‚মিতে ভবন নির্মাণ কাজ অব্যাহত রেখেছে বলে বাদীর অভিযোগ। মামলার বিবরণ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের মৃত মোঃ ইলিয়াছ ভূঁঞার পুত্র সরোয়ার উদ্দিন ভ‚ঞা গংদের সাথে একই গ্রামের মৃত শাহজাহান চৌধুরী পুত্র মাইনুল হাসান চৌধুরী মুরাদ গংদের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সরোয়ার গংদের মালিক দখলীয় বসত বাড়ীর জায়গা প্রতিপক্ষ মুরাদ গংরা ক্রয় করার প্রস্তাব দিলে সরোয়ার গংরা তা প্রত্যাখ্যান করেন। এতে ক্ষিপ্ত হয়ে মুরাদ, শিমুল চৌধুরী ও জসিম উদ্দিনের নেতৃত্বে একদল লোক গত ১৪ মে সরোয়ার গংদের জায়গায় জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণ করে জমি জবর-দখলের চেষ্টা চালায়। এ বিষেয়ে গত ১৫ মে সরোয়ার উদ্দিন ভূঁঞা বাদী হয়ে মাইনুল হাসান চৌধুরী মুরাদসহ ৩জনকে আসামি করে ফেনী অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা (নং- ২৬১/১৭) দায়ের করেন। আদালত ওই জায়গায় স্থিতাবস্থা বজায় রাখার জন্য ছাগলনাইয়া থানায় ওসিকে নির্দেশ দেন এবং দখল বিষয়ে প্রতিবেদন দেয়ার ছাগলনাইয়ার সহকারী কমিশনারকে (ভ‚মি) নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশ মোতাবেক ছাগলনাইয়ার ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলী আইন শৃংখলা ভঙ্গের সম্ভাবনা উল্লেখ্য করে নালিশী ভ‚মিতে কোন প্রকান স্থাপনা নির্মাণ না করতে নোটিশ প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ