বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশাল ব্যুরো : বরিশালে একটি ঘর থেকে সোহেল (১৯) ও টিয়া (১৯) নামের এক প্রেমিক যুগলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ মে) বেলা ১১টার দিকে সোহেলের বাড়ির পাশের বাগানে একটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
সোহেল ওই গ্রামের দলিলউদ্দিন মিয়ার ছেলে এবং টিয়া একই গ্রামের দুলাল সরদার ওরফে আতাহারের মেয়ে।
তারা দুজন মুলাদী উপজেলার ছবিপুরের বদরুল কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
মুলাদি থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমান বলেন, তাদের দুজনের বাড়ি কাছাকাছি। তারা একই কলেজে একই শ্রেণিতে পড়ত। শুক্রবার সকালে সোহেলের বাড়ির পাশের বাগানে একটি ঘরে দুজনের ঝুলন্ত লাশ দেখতে পেলে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা গিয়ে মৃতদেহ উদ্ধার করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমের কারণে তারা আত্মহত্যা করেছে। তবে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।