বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহ আঞ্চলিক অফিস : ময়মনসিংহের ভালুকা ও নান্দাইলে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
ভালুকা ও নান্দাইলে বৃহস্পতিবার রাত ও আজ শুক্রবার সকালে পৃথক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গফরগাঁও উপজেলার লরি চালক আরিফ (২৫), ভালুকা পৌরসভার বাণ্ডাব গ্রামের শফিকুল ইসলামের ছেলে মাহফুজুর রহমান (২০) ও অজ্ঞাতপরিচয় এক যুবক।
ঈশ্বরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রুকোনুজ্জামান জানান, শুক্রবার সকাল ৯টার দিকে নান্দাইল উপজেলার আমৈল এলাকায় একটি বাস খাদে পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, তাড়াইল থেকে ঢাকাগামী বাসটি আমৈল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। বাস থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করা হয়। এ দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘরা এলাকায় বাসের ধাক্কায় আহত হন লরি চালক আরিফ ও তার সহকারী মাহফুজ। ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তাদের মৃত্যু হয়। ভালুকা থানার ওসি মামুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।