বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজার অফিস : কক্সবাজার বিমানবন্দরের নির্মাণকাজ করার সময় মাটির নিচে থাকা অনেক পুরনো একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের ভেতর থেকে বোমাটি উদ্ধার করা হয় বলে জানান কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক সাধন কুমার মহন্ত।
এর আগেও গত বছর বিমানবন্দরের উন্নয়নকাজ করার সময় অবিস্ফোরিত অবস্থায় আরো একটি বোমা উদ্ধারের কথা জানিয়ে তিনি বলেন, ধারণা করা হচ্ছে এটি স্বাধীনতাযুদ্ধের সময় পাক বাহিনীর ওপর ভারতীয় মিত্র বাহিনীর ব্যবহার করা বোমা।
বিমান কর্মকর্তা সাধন বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে রূপান্তরের কাজ চলছে। বৃহস্পতিবার রাতে নির্মাণকাজ চলার সময় শ্রমিকেরা মাটির নিচে ধাতব একটি বস্তু দেখতে পান। তারা বিষয়টি বিমান কর্তৃপক্ষকে জানান।
বোমাটি এখনো উদ্ধারস্থলে রয়েছে এবং পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতে রেখেছে বলে জানান সাধন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।