বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বন্দরের অত্যাধুনিক কারশেড চালু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল ও চট্টগ্রাম কাস্টমস কমিশনার এএফএম আবদুল্লাহ খান নবনির্মিত কারশেডটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ইতোমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড চট্টগ্রাম বন্দর কারশেডকে কাস্টমস বন্ডেড এরিয়া ঘোষণা করেছে।
দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে গাড়ি আমদানি হলেও বন্দরের অভ্যন্তরে গাড়ি রাখার আধুনিক কোন ব্যবস্থা ছিলনা। আমদানিকৃত গাড়ি খোলা আকাশের নিচে রাখা হতো। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত হতো গাড়ি ও চুরি হতো যন্ত্রাংশ। গাড়ি আমদানিকারকদের পক্ষ থেকে একটি অত্যাধুনিক কারশেড নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের। বন্দর স্টেডিয়ামের বিপরীতে রাস্তার পাশে ৫ একর জায়গার উপর স্টিল স্ট্রাকচারের প্রায় ২ লাখ বর্গফুট জায়গায় কারশেড নির্মাণ করা হয়। প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত কারশেডে ৯শ’ গাড়ি রাখা যাবে।
কারশেড উদ্বোধনের পর সাংবাদিকদের ব্রিফিংকালে বন্দর চেয়ারম্যান এম খালেদ ইকবাল বলেন, ২০৪১ সালকে সামনে রেখে চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নের কাজ এগিয়ে চলছে। কারশেড উদ্বোধনের মাধ্যমে বন্দরের আধুনিকায়নের কাজ একধাপ এগিয়ে গেল। এতে বন্দর সেবার ক্ষেত্র প্রসারিত করেছে বলে তিনি উল্লেখ করেন। ভবিষ্যতে এ কারশেডের ধারণক্ষমতা তিনগুণ বাড়ানো হবে। তিনি বলেন, আধুনিক কার ক্যারিয়ারের মাধ্যমে চট্টগ্রাম থেকে সাশ্রয়ী মূল্যে ঢাকায় গাড়ি নেয়া যাবে। এতে বন্দরের রাজস্ব বৃদ্ধির পাশাপাশি ব্যবসায়ীদের সুবিধা হবে।
চট্টগ্রাম কাস্টমস কমিশনার এএফএম আবদুল্লাহ খান বলেন, কারশেড চালুর মাধ্যমে ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। বন্দরের অভ্যন্তরে যে পরিমাণ জায়গা খালি হবে ওই জায়গায় কন্টেইনার ধারণক্ষমতা প্রায় ১ হাজার টিইইউএস বৃদ্ধি পাবে। বিদেশ থেকে এক কোটি পঁচানব্বাই লাখ টাকায় সংগৃহীত কার ক্যারিয়ারের প্রতি ট্রিপে ছয়টি কার বহন করা যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বন্দর কর্তৃপক্ষের সদস্য (এডমিন এন্ড প্ল্যানিং) জাফর আলম, সদস্য (হারবার ও মেরিন) কমডোর শাহীন রহমান, সদস্য (অর্থ) মোঃ কামরুল আমিন, কাস্টমসের অতিরিক্ত কমিশনার শওকত আলী সাদী, যুগ্ম কমিশনার গিয়াস কামাল, চট্টগ্রাম বন্দরের পরিচালক (ট্রাফিক) গোলাম ছারওয়ার, বন্দর সচিব ওমর ফারুক উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।