Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইন অমান্য করেই গৃহকর বৃদ্ধি করে রাসিক

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) গত বছরের এপ্রিলে যেভাবে গৃহকর বৃদ্ধি করেছিল, তা আইনসিদ্ধ ছিল না। স্থানীয় সরকারের আইন অমান্য করেই নগরীর গৃহকর বৃদ্ধি করা হয়েছিল। এ জন্য ১০ কার্যদিবসের মধ্যে রাসিকের জবাব চেয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক চিঠি থেকেই এসব তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের উপ-সচিব আনোয়ার পাশা গত ৮ মে ওই চিঠিতে স্বাক্ষর করেছেন। চিঠিটি রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। অনুলিপি পাঠানো হয়েছে রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ও স্থানীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগের পরিচালকের কাছে।
ওই চিঠিতে বলা হয়েছে, বর্গফুটভিত্তিক গৃহকর নির্ধারণের ক্ষেত্রে সরকারের পুর্বানুমোদন গ্রহণ না করে রাসিক স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের ২০০৯ এর ধারা ৮২ এবং ১৯৮৬ সালের ট্যাক্সেসন বিধি ৪ (৫) লঙ্ঘন করেছে।রাসিকের অস্বাভাবিক গৃহকর আদায়ের ব্যাপারে সাধারন মানুষের মধ্যে আপত্তি উঠলে গত বছরের ২১ ডিসেম্বর মন্ত্রণালয়ে একটি চিঠি দেন এমপি ফজলে হোসেন বাদশা। এর প্রেক্ষিতে মন্ত্রণালয় রাসিকে একটি চিঠি দিয়ে বিস্তারিত বিবরণ জানতে চায়। রাসিক ওই চিঠির উত্তর দিয়েছে।
তবে মন্ত্রণালয়ের সর্বশেষ চিঠিতে বলা হয়েছে- নগরীতে সর্বশেষ কী হারে গৃহকর আরোপিত ছিল, শতকরা কী হারে তা বৃদ্ধি করা হয়েছে এবং কর বৃদ্ধিতে কী কী বিষয় বিবেচনায় আনা হয়েছে তা জবাবের চিঠিতে উল্লেখ করেনি রাসিক।
তাই বর্গফুটভিত্তিক কর আরোপ করে জনমনে ব্যাপক অসন্তোষ সৃষ্টির বিষয়ে রাসিকের বিস্তারিত বক্তব্য আগামি ১০ কার্যদিবসের মধ্যে জানানোর জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি আগে কী হারে গৃহকর আরোপিত ছিল সে সম্পর্কিত তথ্য এবং বর্তমান বর্গফুটভিত্তিক গৃহকর আরোপ সংক্রান্ত নথির সত্যায়িত ছায়ালিপি ও দলিলপত্রাদি মন্ত্রণালয়ে পাঠানোর জন্যও নির্দেশ দেওয়া হয়।
রাসিকের দায়িত্বপ্রাপ্ত মেয়র থাকাকালে কাউন্সিলর নিযাম-উল-আযীম পূর্ব ঘোষণা ছাড়াই গৃহকর ৫ থেকে ১০ গুণ বৃদ্ধি করেছিলেন। এরপর এ নিয়ে আন্দোলনে নামে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদসহ বেশ কয়েকটি সংগঠন। আইনজীবীরা আদালতেরও আশ্রয় নেন। পরে গত জানুয়ারিতে উচ্চ আদালত বর্দ্ধিত হারে গৃহকর আদায় ৬ মাসের জন্য স্থগিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ