বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুর জেলা সংবাদদাতা : নিজের মধ্যে ভেদাভেদ দূর করে দলের সব নেতা ও কর্মীকে এক মঞ্চে, এক পতাকার নিচে আসার আহবান জানিয়েছেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, নিজেদের ভেদাভেদ দূর করতে না পরলে দল দুর্বল হয়ে যাবে। গত বুধবার সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার সদরের এম এন একাডেমী মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ অহŸান জানান তিনি।
তিনি বলেন, বাংলাদেশ নৌকা মার্কার দেশ, নৌকা আমাদের অস্তি¡ত্ব, নৌকা আমাদের ঠিকানা। নৌকা স্বাধীনতা এনে দিয়েছে। শেখ হাসিনা নৌকা নিয়ে নির্বাচনে জয় লাভ করে দেশের উন্নয়ন করেছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাগী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর ওরফে বাবলু চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন নগরকান্দা উপলো আ.লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, নগরকান্দা পৌর আ.লীগের সভাপতি ও পৌর মেয়র মো. রায়হান উদ্দীন মিয়া, ফরিদপুর জেলা পরিষদের সদস্য খোন্দকার জাকির হোসেন ওরফে নিলু প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।