বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশেষ সংবাদদাতা, খুলনা : খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসে ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মহানগরীর নূরনগরের এ অফিসে অভিযানে কাউকে আটক করতে পারেননি তারা। তবে সঠিকভাবে ফরম পূরণ করে জমা দিতে গেলে আর্থিক লাভের আশায় হয়রানি অভিযোগটির সত্যতা পেয়েছেন। দুর্নীতি দমন কমিশনের পরিচালক (তদন্ত) এএফএম আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন, ঢাকার পরিচালক মোঃ মনিরুজ্জামান ও দুদক খুলনার পরিচালক ড. মোঃ আবুল হাসান।
কর্মকর্তারা বলেন, অভিযানের সময় খুলনা বিভাগীয় পাসাপোর্ট অফিসে পরিচালক ও উপ-পরিচালক কেউ ছিলেন না। একজন উপ-সহকারী পরিচালক দিয়েই চলছিল বিভাগীয় পাসপোর্ট অফিস। সঠিকভাবে ফরম পূরণ করে জমা দিতে গেলে আর্থিক লাভের আশায় হয়রানি করার অভিযোগটির সত্যতা পাওয়া গেছে। দুদক খুলনার পরিচালক ড. মোঃ আবুল হাসান বলেন, অভিযানে বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে। মানুষকে হয়রানির শিকার হচ্ছে তা দেখা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।