বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরগুনা জেলা সংবাদদাতা : বঙ্গোপসাগর থেকে তিনটি ট্রলারসহ ২৫ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সৈয়দ আব্দুর রউফ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বরগুনার পাথরঘাটা থেকে প্রায় একশ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে শুক্রবার রাত ১১ টার দিকে তাদের অপহরণ করা হয়।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, পটুয়াখালীর আলীপুরের বেল্লাল মিয়ার মালিকানাধীন এফবি পঙ্খীরাজ, আ. রহিমের এফবি রহিম ও মাহে আলমের এফবি মাহে আলম ট্রলারের জেলেদের অপহরণ করেছে দস্যুরা।
অপহৃত জেলেদের মধ্যে রয়েছে- নূর আলম মাঝি, সব্বির মাঝি, ইউনুছ মাঝি, দিদার, উজান ও ফরিদের নাম জানা গেছে।
জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে বিষয়টি কোস্টগার্ড ও র্যাব-৮ কে জানানো হয়েছে বলে জানান তিনি।
গোলাম মোস্তফা বলেন, “দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে মাছ ধরার সময় সুন্দরবন থেকে ১৫-২০ জনের দস্যুদল এসে ট্রলারসহ ২৫ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় তারা সাড়ে ৭ থেকে ৮ লাখ টাকার মাছও লুট করে নিয়ে গেছে।
“এরপর তারা পঙ্খীরাজ ট্রলারের মালিক বেল্লালের কাছে ফোন করে মাথাপিছু এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেছে।”
অপহৃত জেলেদের উদ্ধারে কোস্টগার্ড অভিযান শুরু করেছেন বলে জানান স্টেশন কমান্ডার সৈয়দ আব্দুর রউফ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।