Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিচার বিভাগ স্বাধীন বিচারকরা স্বাধীন না -প্রধান বিচারপতি

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : বিচার বিভাগ স্বাধীন হলেও বিচারকদের ক্ষমতা আইনের দ্বারা সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। গতকাল টাঙ্গাইলে আইজীবীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীন, কিন্তু বিচারকরা স্বাধীন না।
‘আমরা বিচারকরা নিয়ন্ত্রণ আনি। আমাদের কিছু পদ্ধতি আছে, দিক নির্দেশনা আছে, যার বাইরে যেতে পারি না। আমরা আইনের বাইরে কোনো কাজ করতে পারি না। আইনের দ্বারা আমাদের ক্ষমতা সীমাবদ্ধ’।
প্রধান বিচারপতি বলেন, মানব সভ্যতার চাবিকাঠি হলো একটি দেশের ন্যায় বিচার। একটি দেশ সুন্দর হয় সে দেশের বিচার বিভাগের উপর। এ প্রতিষ্ঠানে যেই থাকুক তার প্রতি সম্মান রাখা মানে সংবিধানকে সম্মান রাখা। একজন বিচারককে সম্মান না করা মানে সংবিধানকে অসম্মান করা বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আপনারা যদি সংবিধানকে বিশ্বাস করেন, সংবিধানের প্রতি আস্থা রাখেন, বিচার বিভাগের প্রতি আস্থা রাখেন তাহলে বিচার বিভাগে যারা আছেন তাদের প্রতি সম্মান রেখে কথা বলতে হবে। তাহলে দেশের অন্যায়-দুর্নীতি অনেক কমে যাবে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেন, সিনিয়র জেলা জজ রবিউল হাসানও উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু রায়হান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে কয়েকশ’ আইনজীবী উপস্থিত ছিলেন। সূত্র : ওয়েবসাইট।



 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ১৯ মে, ২০১৭, ৭:০০ এএম says : 0
    বিচার বিভাগ স্বাধীন বিচারক স্বাধীন না। এই কথাটা আমি বুঝতে পারলাম না। আমি ছোট বেলা থেকেই দেখে এসেছি বিচারকদের চলা চল থেকে শুরু করে সবকিছুই নিয়ন্ত্রনের মধ্যে ছিল। সাধারণদের সাথে তাদের কোন রকম সম্পর্ক থাকত না। বিচারকদের ছিল প্রচুর সম্মান এবং বিচার কার্য্যের উপরও ছিল প্রচুর আস্তা। এখন সবই উল্ট পাল্ট হয়ে যাচ্ছে এটাই দেখতে পাচ্ছি। আমি যখন এই ঢাকায় সাংবাদিকতার দায়িত্ব পালন করেছি তখন আমি কখনো প্রধান বিচারপতির এতো বক্তব্য পত্রিকায় দেখিনি। কিন্তু এখন ৩০ বছর পর প্রবাসে বসে এর উল্টটা দেখছি...... প্রধানমন্ত্রী নিজে বিচার বিভাগ নিয়ে প্রশাসনের সাথে যে বিবেধের সৃষ্টি হয়েছে সেটা নিয়ন্ত্রনের চেষ্টা করেও অকৃতকার্য্য হয়েছেন এটা খুবই দুঃখজনক। আমার মনে আছে কাদের সাহেবকে যখন নেত্রী হাসিনা মন্ত্রী বানালেন তখন একটা কথা বাজারে বহুল প্রচারিত ছিল সেটা হচ্ছে তিনি কাদের সাহেবকে বলেছিলেন মুখটা এখন বন্ধ রাখবে......... আল্লাহ্‌ আমাদেরকে ধর্য্য ও সহ্য ক্ষমতা দান করুন। আমীন
    Total Reply(0) Reply
  • S. Anwar ২৪ মে, ২০১৭, ১:৫৭ পিএম says : 0
    বিচার বিভাগ ও বিচারকগন পরষ্পর সম্পুরক। একটি স্বাধীন না থাকলে আর একটি স্বাধীন থাকে কেমন করে.???
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধান বিচারপতি

২২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ