বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা : কিশোরগঞ্জে দেড় বছরের ছেলেকে গলা কেটে হত্যা করেছে এক মা। আজ শনিবার বেলা ১২টার দিকে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙা গ্রামে এ হত্যকান্ড ঘটেছে।
এ ঘটনায় হতভম্ব হয়ে পড়েছে আত্মীয়স্বজন ও এলাকাবাসী। পুলিশ ঘাতক মা সালমা খাতুনকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সালমা খাতুনের বিয়ে হয়েছিল জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টামনি আকন্দপাড়া গ্রামে। স্বামী আবুল কালাম কৃষিকাজ করেন। গত একমাস আগে বাবার বাড়ির লোকজন সালমাকে চিকিৎসার জন্য প্যারাভাঙা নিয়ে আসে।
আটক সালমা পুলিশকে জানিয়েছে, শনিবার সকালে প্রতিদিনের মতো নানার বাড়ির বসতঘরে খেলা করছিল তার ছেলে মাহাতির। তখন ঘুমিয়ে ছিলেন তিনি। এ সময় ঘরে কেউ ছিল না। ঘুম থেকে উঠে তিনি একটি দা নিয়ে শিশুটিকে গলা কেটে করে হত্যা করেন। পরে রক্তাক্ত দা নিয়ে বাইরে গেলে স্বজনদের চোখে পড়ে বিষয়টি।
সালমার বাবা ও স্বামীর বাড়ির লোকজন জানিয়েছেন, সালমার তিন মেয়ে ও এক ছেলে ছিল। মাহাতির ছিল সবার ছোট। তারা জানিয়েছেন, সালমার সন্তান হলেই তিনি অপ্রকৃতিস্থ হয়ে পড়েন। এ সময় তাকে চিকিৎসা দিতে হয়। ছোট ছেলেটির জন্মের পর তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এক মাস আগে এ শিশুটি পানিতে ফেলে দিয়েছিলেন তার মা। এজন্য সালমার চিকিৎসা করাতে শিশু ছেলেটিসহ বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন স্বামী কালাম।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মো. মোর্শেদ জামান জানান, সালমা তার শিশুকে হত্যার কথা নিজেই স্বীকার করেছে। তাকে গ্রেফতার করা হয়েছে। তবে মামলার প্রস্তুতি চলছে।
এদিকে মায়ের হাতে শিশু হত্যার ঘটনায় হতভম্ব গ্রামবাসী শিশুটিকে এক নজর দেখতে ওই বাড়িতে ভিড় করে। এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়ে। শোকের ছায়া নেমে আসে পুরো এলাকাজুড়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।