Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তিযোদ্ধার স্বীকৃতি দাবি পরিবারের

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৭, ১২:০০ এএম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ভাতা যদি না পাই আপত্তি নেই, তবুও চাই পিতার মুদ্ধিযোদ্ধার স্বীকৃতি। বাঁচতে চাই একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে। সারাদিন টেম্পু চালাই জীবন অনেক কষ্টের হলেও এই ভেবে সান্তনা পাই যে আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। এটুকু আশাও আজ হয়ে দাঁড়িয়েছে দুরাশা। যাচাই-বাছাই কমিটি আমার পিতাকে ফেলে দিয়েছে মুক্তিযুদ্ধের সংগঠকের তালিকায়। হতাশ হয়ে জানালেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের বঞ্চিত মুক্তিযোদ্ধা মৃত আবুল হাসেমের ছেলে টেম্পু চালক আ: হামিদ। তিনি আরো জানান, পিতা জীবিত থাকাকালীন সময়ে বারবার উপজেলায় নিজের স্বাধীনতা সংগ্রামের সনদপত্র, ভারতীয় সনদ, বাংলাদেশ লিবারেশন ফোর্সের (বিএলএফ) প্রত্যয়নপত্রসহ বিভিন্ন প্রমানাধি নিয়ে অফিসে গেলেও অজ্ঞাত কারণে এসকল প্রমানাধি আমলে নেয়নি। অথচ তিনি ছিলেন ১৯৭৭ সাল থেকে ১৯৯৬ পর্যন্ত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক সম্পাদক। আ: হামিদ অভিযোগ করে বলেন, ১১ নং সেক্টরে কর্নেল আবু তাহেরের অধীনে আফছার উদ্দিন কোম্পানীর হয়ে সক্রিয় ভাবে যুদ্ধ করেন নেত্রকোনা জেলার পূর্বধলার ধনুয়া, কামালপুরসহ বিভিন্ন অঞ্চলে। মুক্তিযুদ্ধ করার সময় গ্রেনেডের আঘাতে আহত হয়ে ছিলেন তিনি। যে আঘাতের কারণে দু’টি হাত কর্মক্ষমতা হারিয়ে সারা জীবন রিতিমতো ঘরেই পরে থাকতেন। গত ১৯ ফেব্রæয়ারি উপজেলা যাচাই বাছাই কমিটির স্বাক্ষাতকারের সময় সহযোদ্ধাদের কাছ থেকে কোন বক্তব্য নেয়নি। স্বাধীনতা সংগ্রামের সনদপত্র, ভারতীয় সনদ, বাংলাদেশ লিবারেশন ফোর্সের (বিএলএফ) প্রত্যয়নপত্রসহ বিভিন্ন প্রমানাধি নিয়ে অফিসে গেলেও তা আমলে নেয়নি। কেন কি কারণে মুক্তিযোদ্ধা নয় এর ব্যাখ্যা না দিয়ে রেজাল্ট প্রকাশ করে। তাই আমার পিতার যাচাই বাছাই কৃত ফলাফল বাতিলের জন্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। উপজেলা মুক্তিযোদ্ধা কমাÐার যাচাই বাছাই কমিটির সদস্য ও পৌর মেয়র আবদুস ছাত্তার বলেন, যাচাই বাছাই কার্যক্রমে সঙ্গীয় মুক্তিযোদ্ধাদের বক্তব্য গ্রহণ করা হয়। তবে তাদের বক্তব্য না নেওয়া হয়ে থাকলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) আপিল করার সুযোগ আছে। আপিলে টিকতেও পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ