Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

সড়ক দুর্ঘটনায় নিহত

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৭, ১২:০০ এএম

কাঠালিয়া (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : ঝালকাঠির কাঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় ইয়াসিন সিকদার (২২) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্র উপজেলার বাঁশবুনিয়া গ্রামের আলতাফ হোসেন সিকদারের ছেলে ও আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রর সাথে বরিশালের ইদ্রিস (২৪) নামের এক ডিস ব্যবসায়ী ভান্ডারিয়া থেকে মোটরসাইকেলে কাঠালিয়ার তালতলা বাজারে আসার পথে কাঠালিয়া-ভান্ডারিয়া সড়কের বীণাপাণি বাজার নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি অটো টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইয়াসিন ও ইদ্রিস গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে ইয়াসিন সিকদার মারা যায়। অপর গুরুতর আহত ডিস ব্যবসায়ী ইদ্রিসের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তার স্বজনরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ