Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

চাকরি বিধিমালা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৭, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : চাকরি বিধিমালা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ গ্রাম-পুলিশ কর্মচারী ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। গত বুধবার দুপুরে র‌্যালি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের নিকট প্রধানমন্ত্রী বরাবর স্মরকলিপি প্রদান করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন গ্রাম-পুলিশ কর্মচারী ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ। ‘হটাও জঙ্গী বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ’ এই সেøাগানকে সামনে রেখে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন ইউনিয়ন পরিষদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য গ্রাম পুলিশের ৪র্থ শ্রেণীর কর্মচারীদের ন্যায় সম স্কেল, গ্রাম পুলিশের অবসরকালীন ভাতার ন্যায় মৃত্যুকালীন ভাতা প্রদান, পুলিশের ন্যায় রেশনিং ব্যবস্থা কার্যকর করা এবং মে-২০১৫ প্রকাশিত গ্রাম পুলিশ বাহিনীর চাকরী বিধিমালা সংশোধন পূর্বক গ্রাম পুলিশ বাহিনী চাকরি বিধিমালা বাস্তবায়নের দাবি জানানো হয় মানববন্ধনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ