Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে ব্রি-৬৭ জাতের নতুন বোরো ধানের বাম্পার ফলন

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৭, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জে উচ্চ ফলনশীল ব্রি-৬৭ জাতের নতুন বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। নতুন আবিস্কৃত এই ধানের বাম্পার ফলনে কৃষকদের চোখে মুখে নতুন করে হাসি ফুটে উঠেছে। মডেল থানার রাস্তা ইউনিয়নের বোয়াল এলাকায় কেরানীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পরীক্ষামুলকভাবে আবিস্কৃত এই নতুন জাতের উন্নত ধান চাষ করার প্রকল্প গ্রহণ করা হয়। এই পরীক্ষামুলক প্রকল্পেই ব্যাপক সফলতা আসে। বিঘা প্রতি এই ধানের উৎপাদনের পরিমাণ প্রায় ২০/২৫ মন ধার্য করা হয়েছে। বোয়াল এলাকার কৃষক মোঃ নাছির উদ্দিন জানান, আমি পরীক্ষামুলকভাবে এই নতুন জাতের ধান চাষ করেই ব্যাপকভাবে সফলতা পেয়েছি। আমার জমিতে ধানের এই বাম্পার ফলন এক নজর দেখার জন্য আশেপাশের গ্রামগুলো থেকে প্রতিদিন কৃষকেরা আসে এবং আমার কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে কিভাবে তারাও এই ধান চাষ করবে সে ব্যাপারে নানা পরামর্শ নিচ্ছে। কেরানীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা আমাকে এই ধান চাষে উদ্বোদ্ধ করেছেন। সরেজমিনে গিয়ে জানা যায়, গত বছরের ডিসেম্বর মাসের ৫ তারিখে এই নতুন জাতের উন্নত ধানের চাষ শুরু করা হয়। মাত্র পাঁচ মাসের কম সময়ের মধ্যেই এই নতুন জাতের ধান কৃষকের ঘরে আসতে শুরু করেছে। এই নতুন জাতের উন্নত ধান কাটা উপলক্ষে গত বুধবার সকালে বোয়াল এলাকায় চাষী পর্যায়ে উন্নত মানের ধান গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্প (২য় পর্যায়) প্রদর্শনীর মাঠ দিবসের আয়োজন করা হয়। বাস্তা ইউনিয়ন আ.লীগের সভাপতি জেডএ জিন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মজিবর রহমান, কেরানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ফখরুল আলম, অতিরিক্ত কৃষি সম্প্রসারন কর্মকর্তা ওবায়দা সুলতানা, কৃষিকর্মকর্তা মরিয়ম খাতুন, বাস্তা ইউনিয়ন বøক সুপারভাইজার নাসিমা ও স্থানীয় কৃষক মোঃ জামাল হোসেন প্রমুখ । অনুষ্ঠানে বিভিন্ন এলাকার কৃষকেরা অংশ নেয়। উপজেলা কৃষিকর্মকর্তা ফখরুল আলম বলেন, এই নতুন জাতের ধান অনেক উচ্চ ফলনশীল। এই জাতের ধান লবনতা সহনসীল । উপকুলীয় অঞ্চলসহ দেশের প্রায় সব জায়গাতেই এই ধান সহজে চাষ করা সম্ভব। এই ধান থেকে উন্নতমানের সরু চাল উৎপাদন করা যায় এবং এর বাজার মূল্য অন্যান্য ধানের থেকে একটু বেশি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ