Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৭, ১২:০০ এএম

তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : পঞ্চগড় পৌর এলাকার তুলারডাঙ্গায় নিখোঁজের একদিন পর আশামনি নামে চার বছরের এক শিশুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার বিকেলে নিকটতম প্রতিবেশি জাহাঙ্গীরের শোবার ঘরের পেছন থেকে তার লাশ উদ্ধার করা হয়। গত মঙ্গলবার দুপুরে বাসায় খেলাধুলার এক পর্যায়ে নিখোঁজ হয় আশামনি। নিহতের পরিবারের সদস্যরা জানায়, মঙ্গলবার দুপুরে শহরের তুলারডাঙ্গা মহল্লার আশরাফুল ইসলামের একমাত্র মেয়ে আশামনি খেলার এক পর্যায়ে নিখোঁজ হয়। এরপর থেকে প্রতিবেশিসহ পরিবারের লোকজন বিভিন্ন স্থানে শিশুটির খোঁজ করে। রাতভর জগদল এলাকার এক ওঝা ডেকে শুরু হয় তন্ত্রমন্ত্র। তন্ত্রমন্ত্রের মাধ্যমে সেই তান্ত্রিক বলে দেন জ্বীন তাকে নিয়ে গেছে, সময়মত শিশুটিকে তারা ফেরত দেবে। অবশেষে গত বুধবার বিকেলে আসরের নামাজের পর প্রতিবেশি জাহাঙ্গীরের ছেলে দৃষ্টি প্রতিবন্ধি সাজু (১৪) ঘরের পেছনে প্রসাব করতে গেলে কথিত জ্বীন তার সামনে শিশুটিকে উপর থেকে ফেলে দেয়। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে পাঠায়। সহকারি পুলিশ সুপার সুদর্শন রায় বলেন, পরিবারের কারো কোন অভিযোগ নেই। তারা বলছেন এটা অবশ্যই জ্বীনের কান্ড। পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শনসহ নিহতের পরিবারের সদস্য এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ