রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ কর্তৃক পরিচালিত আল্লামা হাশেমী শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উত্তর বন্দর গাউছিয়া হাশেমীয়া সুন্নিয়া মাদরাসা ময়দানে গত বুধবার সন্ধ্যায় শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। আল্লামা হাশেমী শিক্ষাবৃত্তি আনোয়ারা জোনের পরিচালক মাওলানা মনির আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল্লামা হাশেমী ইসলামী মিশন বাংলাদেশ চেয়ারম্যান শাহজাদা কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী। এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া হাশেমী কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ জিয়া উদ্দিন হাশেমী, আনোয়ারা উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মুহাম্মদ নাছির উদ্দিন ছিদ্দিকী, আল্লামা হাশেমী শিক্ষাবৃত্তি কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক আবু সান্দাত মুহাম্মদ সায়েম, শায়ের মাওলানা মুহাম্মদ এনামুল হক, বৈরাগ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, অধ্যক্ষ ডিআইএম জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী আলী নেওয়াজ ইমন,মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আহমদ হোসাইন ও সাংবাদিক ডিএইচ মনসুর। অনুষ্ঠানে রায়পুর গাউছিয়া হাশেমীয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ সোলাইমান আল-কাদেরী, বড়উঠান গাউছিয়া হাশেমীয়া সুন্নিয়া মাদরাসার পরিচালক মাওলানা ইলিয়াছ আজম নুরী ও সাংবাদিক জাহেদুল হককে সংবর্ধনা দেয়া হয়। পরে আল্লামা হাশেমী শিক্ষাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।