Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাটকা সংরক্ষণে সচেতনতা বাড়াতে বাগেরহাটের মোরেলগঞ্জে নৌ-র‌্যালী

প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ২:২৩ পিএম, ৫ মার্চ, ২০১৬

মোরেলগঞ্জ উপজেলা সংবাদদাতা : জাটকা ইলিশ সংরক্ষণ আইন সম্পর্কে সকলকে সচেতন করতে বাগেরহাটের মোরেলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এক বর্নঢ়্য নৌ-র‌্যালী। শনিবার সকাল ১১টায় পানগুছি নদীতে ৫ কি:মি: নদী পথ জুরে অনুষ্ঠিত ওই র‌্যালীর নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন। জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০১৬ এর উদ্বোধনী দিনে এই র‌্যালী করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মাঠে জেলেদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা নারায়ণ চন্দ্র মণ্ডল ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু। সমাবেশে ‘জাটকা মাছ বাড়তে দিন, ফিরবে মোদের সোনালী দিন’ এই প্রতিপাদ্য বিষয়ের ওপর স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন, সহকারী কমিশনার(ভূমি) মো. নাজমুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইয়াকীন আলী শেখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ