Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শরণখোলায় হরিণের মাংসসহ দুই পাচারকারী আটক

প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

শরণখোলা (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা : বাগেরহাটের শরণখোলায় শুক্রবার রাতে পুলিশ ও বনবিভাগ যৌথ অভিযান চালিয়ে হরিণের মাংসসহ দুই পাচারকারীকে আটক করেছে। এসময় পাচারকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ ১৫কেজি হরিণের মাংস জব্দ করেছে যৌথবাহিনী।
আটককৃতরা হলেন মোড়েলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের মৃত মকবুল শেখের ছেলে মজনু শেখ (৫০) ও একই গ্রামের মৃত ইউসুফ মোল্লার ছেলে সায়েদুল মোল্লা (৩২)।
পূর্ব সুন্দরবনের ধানসাগর ষ্টেশনের কর্মকর্তা (এসও) মো. সুলতান মাহমুদ জানান, হরিণের মাংস পাচারের খবর পেয়ে ধানসাগর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যদের নিয়ে রাত ৯ টার দিকে যৌথ অভিযান চালিয়ে ওই দুই পাচারকারীকে আটক করা হয়। ওই রাতেই দুই ব্যক্তিকে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম মিয়া জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন্যপ্রাণি নিধন আইনে মামলা দায়ের হয়েছে। শনিবার সকালে মাংসসহ আসামীদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ