Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয়বার দায়িত্ব নিয়ে বললেন কুমিল্লার মেয়র সাক্কু

| প্রকাশের সময় : ১৮ মে, ২০১৭, ১২:০০ এএম

মামলা নিয়ে শঙ্কিত নই, উন্নয়নের ধারা অব্যাহত থাকবে
সাদিক মামুন, কুমিল্লা থেকে : প্রথমবার মেয়র নির্বাচিত হয়ে নগরীর নানুয়াদিঘী পাড়ের নিজ বাসভবন থেকে হাজারো নেতাকর্মী, সমর্থক আর সাধারণ মানুষের বর্ণাঢ্য মিছিল নিয়ে পায়ে হেটে নগরভবনে এসে মেয়রের দায়িত্ব গ্রহণ করেছিলেন। কিন্তু দ্বিতীয়বার নির্বাচিত হয়ে দায়িত্ব বুঝে নিতে বাড়ি থেকে ব্যক্তিগত গাড়িযোগে একাই এলেন নগরভবনে। যদিও পূর্ব থেকেই নগরভবন জুড়ে ছিল অসংখ্য নেতাকর্মী আর সমর্থকদের উপচেপড়া ভিড়ের উৎসবমুখর পরিবেশ। নগরভবনের অতীন্দ্রমোহন রায় মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে গতকাল দুপুরে টানা দ্বিতীয়বার কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) মেয়রের দায়িত্ব বুঝে নেন বিএনপি থেকে নির্বাচিত মনিরুল হক সাক্কু। একইসঙ্গে কুসিকের নবনির্বাচিত ২৯ কাউন্সিলরও দায়িত্ব গ্রহণ করেন। মেয়র সাক্কু ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ ঘিরে নেতাকর্মী ও কুসিকের কর্মকর্তা-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছায় নগরভবন হয়ে ওঠে উৎসবমুখর।
দায়িত্ব গ্রহণ করেই মেয়র সাক্কু বলেন, তাঁর বিরুদ্ধে চলমান দুদকের মামলায় তিনি শঙ্কিত নন। দেশের বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভার মেয়রের বিরুদ্ধেও এরকম মামলা হয়েছে। তাদের অনেকেকে বরখাস্ত করা হয়েছে। তারা আইনি প্রক্রিয়ায় নিজেদের দায়িত্বে ফিরে এসেছেন। তিনি আইনি প্রক্রিয়ায় তাঁর বিরুদ্ধে থাকা মামলা মোকাবেলা করে ন্যায় বিচারের মাধ্যমে অব্যাহতি পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন। মেয়র সাক্কু নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গত পাঁচ বছরে কুমিল্লা নগরীর ব্যাপক উন্নয়ন হয়েছে। আর জনগণ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রয়োজনীয়তা, গুরুত্ব অনুধাবন করেই তাঁকে দ্বিতীয়বার মেয়র নির্বাচিত করেছে। নগরীর উন্নয়ন অব্যাহত থাকবে। দ্বিতীয়বার নির্বাচিত হওয়ায় জনগণের কাছে জবাবদিহিতাও বেড়েছে। বিগত সময়ের মতো নগরভবনকে টেন্ডারবাজ ও দুর্নীতিবাজমুক্ত রাখা হবে। গত পাঁচ বছরে সিটি করপোরেশনকে কার্যকর ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা হয়েছে উল্লেখ করে সাক্কু বলেন, দলমতের উর্ধ্বে ওঠে নগরবাসীকে সেবা দেয়া হবে। তিনি তাঁর সকল কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা আগের মতো নিশ্চিত করবেন। নগরীর অবকাঠামোগত উন্নয়ন, জলাবদ্ধতা, যানজট নিরসনে স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণসহ তাঁর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সচেষ্ট হবেন বলেও সাক্কু আশাবাদ ব্যক্ত করেন।
দায়িত্ব গ্রহণের আগে বেলা পৌনে বারোটায় নগরভবন মিলনায়তনে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। হলুদ রঙের পাঞ্জাবি পরিহিত মেয়র সাক্কু নগরভবনে পা রাখলে হাজারো মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হোন তিনি। তারপর মাসিক সভার শেষ পর্যায়ে দুপুর একটায় মিলনায়তনে আসেন কুসিক প্রশাসকের অতিরিক্ত দায়িত্বে থাকা কুমিল্লার জেলা প্রশাসক জাহাংগীর আলম। নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, গত তিনমাসেরও বেশি সিটি করপোরেশনের প্রশাসকের অতিরিক্ত দায়িত্বে থেকে নগরবাসীর জন্য তেমন উন্নয়ন কর্মকান্ড করা সম্ভব হয়নি। তবে নাগরিক সুবিধার গুরুত্বপূর্ণ জায়গাগুলোর মাধ্যমে সেবা দেয়ার যথাসাধ্য চেষ্টা করে গেছেন। জেলা প্রশাসক পরিকল্পিত ও বাসযোগ্য নগরায়ন গড়ে তোলার ব্যাপারে মেয়র ও কাউন্সিলরদের সবচেয়ে বেশি দায়িত্বশীল থাকার আহŸান জানান। তিনি জনস্বার্থে রাস্তা ও ড্রেনের উপর যেসব কাউন্সিলররা অফিসঘর নির্মাণ করেছেন তা দ্রæত ভেঙে অপসারণের তাগিদ দেন। পরে তিনি মনিরুল হক সাক্কুর কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। এসময় কুসিকের প্রধান নির্বাহী অনুপম বড়–য়া, সচিব হেলাল উদ্দিন, কর্মকর্তা-কর্মচারী, নবনির্বাচিত কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
কুসিক মেয়র মনিরুল হক সাক্কু এবং ৩৬ কাউন্সিলরের মধ্যে ২৯জন গত ১১ মে শপথ গ্রহণ করেন। ওইদিন প্রধানমন্ত্রী কার্যালয়ের বকুল কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র সাক্কুকে শপথ বাক্য পাঠ করান। অপরদিকে স্থানীয় সরকার বিভাগ কার্যালয় প্রাঙ্গনে এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন সংরক্ষিত ওয়ার্ডের ৭জন ও সাধারণ ওয়ার্ডের ২২জনসহ ২৯ কাউন্সিলরকে শপথ পড়ান। গত ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হোন সাক্কু। নির্বাচিত হওয়ার ১৯দিনের মাথায় দুদকের একটি মামলায় ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত মেয়র সাক্কুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও মালামাল জব্দের নির্দেশ দেয়। এরপর প্রায় একুশ দিন আত্মগোপনে থাকার পর গত ৯ মে তিনি একই আদালত থেকে জামিন নিয়ে এর দুইদিন পর শপথ গ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ