Inqilab Logo

সোমবার ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১, ০৯ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরীক্ষায় পাসের হার বেড়েছে, কমেছে শিক্ষার গুণগতমান - ড. মারুফ

| প্রকাশের সময় : ১৮ মে, ২০১৭, ১২:০০ এএম

দাউদকান্দি উপজেলা সংবাদদাতা : বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, সরকারের কৃপাদৃষ্টিতে পাবলিক পরীক্ষায় শিক্ষার হার বেড়েছে ঠিকই, কিন্তু আশংকাজনকভাবে হ্রাস পেয়েছে শিক্ষার গুনগতমান।
সরকারের ব্যর্থতা, দু:শাসন ও নির্লজ্জ দলীয়করণে দেশের গণতন্ত্র এবং অর্থনীতির মত শিক্ষা ব্যবস্থাও চরম হুমকির মুখে পড়েছে। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা বেড়েই চলছে। এতে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত অন্ধকারে ধাবিত হচ্ছে। সরকার অসংখ্য ভুলে ভরা বানান ও আজগুবি তথ্যসমৃদ্ধ বই কোমলমতি শিশু শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছে। ফলে শিক্ষার্থীরা দিকভ্রান্ত ও বিভ্রান্ত হচ্ছে। শিক্ষা ব্যবস্থার এই বেহাল দশা জাতির জন্য চরম দুর্ভাগ্যজনক। তিনি গতকাল বুধবার কুমিল্লার ইলিয়টগঞ্জ ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজ মিলনায়তনে কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি এবং সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে ৫ জন ছাত্র-ছাত্রীর হাতে প্রত্যেককে বৃত্তির ১০ হাজার টাকা ও সনদপত্র তুলে দেয়া হয়। সমাজসেবী এই সংগঠনটি এখন থেকে প্রতিবছর ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজের ৫ জন ছাত্র-ছাত্রীকে এ বৃত্তি প্রদান করবে। অনুষ্ঠানে প্রধানঅতিথি ছিলেন, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ জাহাঙ্গীর সরকার।
ড. মারুফ ছাত্র-ছাত্রীদের মাদকাসক্তি ও নকল প্রবণতাসহ সকল অনৈতিক কর্মকান্ড পরিহার করার পরামর্শ দিয়ে বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমরা নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তোমরাই আগামী দিনে সঠিক নেতৃত্ব দিয়ে দেশকে একটি মর্যাদাশীল উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করবে। এ সময় উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান, ড. মোশাররফ ফাউন্ডেশনের সদস্য ভিপি সাহাবুদ্দিন ভূইয়া, চেয়ারম্যান আনোয়ার হোসেন ও হুমায়ুন কবীর (অরুণ) ভূইয়া প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ