Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২

| প্রকাশের সময় : ১৮ মে, ২০১৭, ১২:০০ এএম

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : কুড়িগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ র‌্যালি শেষে ছবি তোলাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে হাতাহাতি পরবর্তীতে সংঘর্ষে রুপ নেয়। এ ঘটনায় উভয় পক্ষের দু’জন আহত হয়। আহতরা কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা নেয়। পরে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা কুড়িগ্রাম-চিলমারী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পুলিশের হস্থক্ষেপে এক ঘন্টা পর যানবাহন চালাচল স্বাভাবিক হয়। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুর সোয়া ১টায় শহরের কলেজমোড় এলাকায়।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাকিব জানায়, ক্যামেরায় ছবি তোলাকে কেন্দ্র করে পৌর ছাত্রলীগেরর সাধারণ সম্পাদক রাজু আহমেদের সাথে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এসএম নাজমুল ইসলামের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও হাতাহাতি হয়। এরপর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এতে দুজনেই আহত হয়। আহতরা হলেন-জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এসএম নাজমুল ইসলাম ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদ। এ ঘটনাকে কেন্দ্র করে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দু’গ্রুপ অবস্থান নেয়ায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল জানান, বিষয়টি সম্পর্কে অবগত আছি। উভয় পক্ষের সাথে আলোচনা করে সুষ্ঠু সমাধান করা হবে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সোবহান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ