Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ডাদেশ

| প্রকাশের সময় : ১৮ মে, ২০১৭, ১২:০০ এএম

যশোর ব্যুরো : যশোরে মোটর সাইকেল যৌতুক হিসেবে না পেয়ে নির্যাতনের পর পুড়িয়ে স্ত্রী সালমা খাতুনকে হত্যার দায়ে আব্দুল্লাহ ওরফে তিতুমীরকে ফাঁসি ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিজ্ঞ বিচারক অমিত কুমার দে এই আদেশ দেন। দন্ডিত স্বামী তিতুমির যশোর সদর উপজেলার সুলতানপুর বাবুপাড়া এলাকার আইয়ুব আলীর ছেলে।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলার মোবারককাটি গ্রামের কবির হোসেনের মেয়ে সালমা খাতুনের সাথে ২০১১ সালের শুরুর দিকে বিয়ে হয় আব্দুল্লাহর। বিয়ের পর পালসার মোটরসাইকেল যৌতুক দাবি করে আব্দুল্লাহ। দাবি মেটাতে ব্যর্থ হওয়ায় স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন শুরু করে সে।
সর্বশেষ ২০১২ সালের ৯ জুলাই ভোররাতে সালমাকে মারপিটের পর গায়ে কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যা করে আব্দুল্লাহ। রায়ের পর দন্ডিতকে কারাগারে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ