Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

নিকলীতে বিএনপির ত্রাণ বিতরণ

| প্রকাশের সময় : ১৮ মে, ২০১৭, ১২:০০ এএম

নিকলী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : কিশোরগঞ্জের প্রত্যন্ত হাওড় এলাকা নিকলী উপজেলা। অকাল বন্যায় যে পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা স্মরণ কালের সব ক্ষতি ছাড়িয়ে গেছে। উপজেলার সাতটি ইউনিয়ন কারপাশা, দামপাড়া, সিংপুর, নিকলী সদর, জারইতলা, গুরই, ছাতি চড়ের ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মধ্যে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসল জেলা  বিএনপি। কৃষকদের এবার বরো ধানের যে ক্ষতি হয়েছে তা পোষাবার সাধ্য কারো নেই। তবুও অনেকটা নিয়ন্ত্রন প্রয়াশ চালিয়েছে কিশোরগঞ্জ জেলা বিএনপি। গতকাল বুধবার নিকলী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে ৪শ’ কৃষক পরিবারের মধ্যে ত্রাণের চাল, ডাল, তৈল, আলু, প্রদান করা হয়। ত্রান প্রদানের এ অনুষ্ঠান রুপ ধারন করে বিশাল জনসভায়। দলে দলে লোক আসতে থাকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে। ¯েøাগানে ¯েøাগানে  মুখরিত হয় নিকলীর আকাশ বাতাস। দীর্ঘ দিন পর বিএনপিকে উজ্জীবিত দেখা যায়। ত্রাণ বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক জেলা বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া‘র উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এ্যাডভোকেট ফজলুল রহমান, জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম, সাধারণ সম্পাদক মাজাহরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল, উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল আলম রাজন, সাবেক উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক কফিল উদ্দীন আহম্মেদ, জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক জি এস শরিফ, জেলা ছাত্রদলের আহŸায়ক তারিকুজ্জামান পার্নেল। এ সময় বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন। বিকাল ৪ টায় ছাতির চর ইউনিয়নের ক্ষতিগস্থ ২ শত কৃষকদের মাঝে জেলা বিএনপির নেতৃবৃন্দ ত্রান বিতরন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ