Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাফিক আপডেট অ্যাপস আনল বাংলালিংক

| প্রকাশের সময় : ১৮ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : যোগাযোগ সেবার বাইরেও আরও বেশি সেবা দেয়ার প্রতিশ্রæতি নিয়ে রোডভাইজার নামে একটি মাল্টি-ফাংশনাল ট্রাফিক আপডেট মোবাইল অ্যাপ নিয়ে এসেছে বাংলালিংক। এই অ্যাপসটির মাধ্যমে।ঢাকার ট্রাফিক বা যানজটের অবস্থার বিস্তারিত তথ্য, সেরা পথ বাছাইয়ের পরামর্শ, এবং ‘মাই প্লেসেস অপশন’-যার মাধ্যমে গ্রাহকরা শুধুমাত্র তাদের বাছাইকৃত পথের তথ্য সমূহ পাবেন। এটির আরও একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে, গুরুত্বপূর্ণ সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গাড়ির ভীড়ের অবস্থা দেখানো। এছাড়াও, অ্যাপটিতে রয়েছে ফ্রেন্ডস লোকেটর অপশন বা বন্ধুবান্ধবদের অবস্থানের তথ্য, যার মাধ্যমে গ্রাহকরা বাংলাদেশের যেকোনো স্থানে তাদের বন্ধু অথবা পরিবারের অনুমতি সাপেক্ষে সঠিক অবস্থান লাইভ জানতে পারবেন। বাংলালিংকের হেড অব কন্টেন্ট জিয়াউল হক সিকদার বলেন, ঢাকার অস্বাভাবিক যানজটের তথ্য দিতে মূলত এই অ্যাপলিকেশন ভিত্তিক সেবাটি তৈরি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ