Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘চাইল্ড হেল্প লাইন’ দেড় বছরে ১ লাখ শিশুকে সহায়তা

| প্রকাশের সময় : ১৮ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বর্তমান সরকার শিশু সুরক্ষা ‘চাইল্ড হেল্প লাইন’ সরাসরি নম্বর ১০৯৮ চালু করেছে। এতে যেকোন নির্যাতিত শিশুকে ১৩টি বিষয়ে সেবা দেয়া যাবে। ইতোমধ্যে গত দেড় বছরে প্রায় ১ লাখ শিশুকে এরূপ সহায়তা দেয়া হয়েছে। এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রহমান রাঙ্গাঁ গতকাল শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বঙ্গকণ্ঠ ডট কম ও সিরাজীয়া মিশন আয়োজিত পথ শিশু উন্নয়ন ভাবনা বিষয়ক এক আলোচনা ও ৫জন পথ শিশুর সার্বিক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মিশনের সভাপতি কবি মায়ারাজ এর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত প্রমুখ। প্রতিমন্ত্রী বলেন, শিশু অধিকার সমূহের পরিবেশগত সুরক্ষা প্রকল্পের আওতায় পথশিশু, ঝুঁকিপূর্ণ শিশু, বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু ও প্রতিবন্ধী শিশু কল্যাণে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে ২০টি জেলায় ৪০ হাজার শিশু কিশোরকে ২ হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়া শুরু হয়েছে। দেশের পথ শিশুদের জরিপ কাজও সম্পন্ন হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ