প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর আর নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, আমি চাই এখানে নতুন নতুন নেতৃত্ব আসুক। চলচ্চিত্র শিল্পী সমিতি যেন নবীনদের আগমনে ভরপুর থাকে। দু-চার বছর ক্ষমতা আকড়ে ধরে বসে থাকতে চাই না। তিনি বলেন, ক্ষমতা সব সময়ই ক্ষণস্থায়ী। সাধারণ শিল্পীরা আমাকে ভোট দিয়ে সভাপতির চেয়ারে বসিয়েছেন। এটা আমার একার অর্জন নয়। এফডিসির ১৪টি সংগঠন আমার জন্য পরিশ্রম করেছে। এটা এফডিসির বিজয়। সবাই আশা করেছেন, আমি নতুন কিছু করব। চলচ্চিত্রকে এগিয়ে নিতে ভ‚মিকা রাখব। আমি তাদের আশা পূরণ করতে যথাসাধ্য চেষ্টা করব। মিশা বলেন, আমি এবার নির্বাচনে সাধারণ স¤পাদক হিসেবে সঙ্গে নিয়েছিলাম জায়েদ খানকে। সঙ্গে ছিলেন ইমন, সাইমন, নিরব। আমি চেয়েছি নতুন যাঁরা কাজ করছেন তাঁরা নেতৃত্বে আসুক। এই দুই বছরের জন্য আমি সভাপতি নির্বাচিত হয়েছি। তারপর নতুন কেউ আসবে, সেটাই আমি চাই। তিনি বলেন, আমি সবার সহযোগিতা চাই। সবার সহযোগিতা নিয়ে চলচ্চিত্রের উন্নয়নে ভূমিকা রাখতে চাই। কারণ আমি একা কিছু করতে গেলে ভুল হতে পারে। যে কারণে আমি সব সংগঠনের কাছে পরামর্শ চাই আমাদের কী করা উচিত। এরই মধ্যে পরিচালক সমিতি চলচ্চিত্রের উন্নয়নে ভ‚মিকা রাখছে। আমরা ক্ষমতা বুঝে পেলে আমরাও তাদের সঙ্গে যুক্ত হবো। আমি বিশ্বাস করি এফডিসির সব সংগঠন এক হয়ে কাজ করলে চলচ্চিত্রের সব সমস্যা সমাধান করা সম্ভব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।