Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেহেদীর বিজ্ঞাপনে জুট হলেন পূর্ণিমা ও ইমন

| প্রকাশের সময় : ১৭ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: বিজ্ঞাপনে জুটি হলেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা পূর্ণিমা। রোজার ঈদ উপলক্ষে রাঙাপরী নামে মেহেদীর বিজ্ঞাপনে সম্প্রতি একসঙ্গে কাজ করেছেন তারা। পূর্ণিমা বলেন, কয়েকদিন আগে আমি ও ইমন রাঙাপরী মেহেদীর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছি। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। মানিকগঞ্জের নবোগ্রামে বিজ্ঞাপনটির নির্মাণ কাজ শেষ হয়েছে। আশা করি, এ কাজটি দর্শকের পছন্দ হবে। ইমন বলেন, পূর্ণিমা গত সোমবার রাতে নিউইয়র্কে গিয়েছেন। আমারও একটি অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকায় যাবার কথা রয়েছে। আমাদের নতুন এই বিজ্ঞাপনটি দেখার পর সবাই উৎসবের আমেজ অনুভব করবেন। বিজ্ঞাপনটিতে সুন্দর একটি জিঙ্গেলও রয়েছে। এতে কন্ঠ দিয়েছেন কলকাতার শিল্পী আকাশ সেন। বিজ্ঞাপনটির কনসেপ্ট ও বাজেট সবকিছুই চমৎকার। আশা করি, সকলের পছন্দ হবে। পরিচালক মিজানুর রহমান আরিয়ান জানান, ভালো একটি কাজ হয়েছে। পহেলা রমজান থেকে সবগুলো চ্যানেলে মেহেদীর নতুন এই বিজ্ঞাপনটির প্রচার শুরু হবে। উল্লেখ্য, ২০১১ সালে ‘মায়ের জন্য পাগল’ নামের একটি ছবিতে জুটিও বেঁধেছিলেন পূর্ণিমা-ইমন। আহমেদ নাসিরের পরিচালনায় সিনেমাটি মুক্তির পর বেশ প্রশংসিত হয়। পূর্ণিমা ও ইমন ঈদের জন্য একটি খন্ড নাটকেও অভিনয় করেছেন। এর নাম ‘মিসেস কুক’। শ্রাবনী ফেরদৌসের রচনার পাশাপাশি তার সঙ্গে এ নাটকটি পরিচালনা করেছেন শুভ্র খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ