রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, সাভার : ঢাকার বনানীতে দুই কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় যখন সারাদেশ তোলপাড় ঠিক সে সময়েই সাভারে দুটি ধর্ষনের ঘটনা ঘটেছে। ১১ বছরের এক স্কুলছাত্রীকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করেছে প্রতিবেশী যুবক। এছাড়া এক গামের্ন্টস কর্মী গণধর্ষনের শিকার হয়েছে। তাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার্ড করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। গত সোমবার বিকালে ধর্ষণের শিকার সাভারের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রীর বড় বোন মোসাম্মত নার্গিস জানান, তাদের প্রতিবেশী বৌদ্দ নামের এক যুবক কৌশলে ধামরাইয়ের একটি লেবু ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি জানতে পেরে আমরা ঘটনাস্থল গিলে ছোট বোনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। অপরদিকে সাভার পৌর এলাকার কাতলাপুর মহল্লায় ১৬ বছর বয়সের এক গামের্ন্টস কর্মী গণধর্ষনের শিকার হয়েছে। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা অফিসার ডা. আমজাদুল হক বলেন, স্কুলি ড্রেস পড়া শিশুটি সোমবার রাত ৮টার দিকে হাসপাতালে ভর্তি হয়। পরে মহিলা ডাক্তার দিয়ে চেকআপ করে ধর্ষিত হওয়ার আলামত পাওয়া যায়। তিনি আরো বলেন, এর আগে ভোর ৫টার দিকে কাতলাপুর থেকে এক গামের্ন্টস কর্মী ভর্তি হয়। তাকে গণধর্ষন করা হয়েছে। দুই জনকেই স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে রেফার্ড করা হয়েছে। দুটি ধর্ষনের ঘটনাই থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি। তবে সাভার মডেল থানার পরিদর্শক (ইন্টিলিজেন্স এন্ড কমিউনিটিং পুলিশিং) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দুটি ধর্ষনের ঘটনা সর্ম্পকে থানা পুলিশ অবগত নয়। তবে তিনি ঘটনা দুটি শুনার পরপরই পুলিশ পাঠিয়েছেন বলে জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।