রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
থানায় অভিযোগে ২ বিএনপি কর্মী আটক
কেশবপুর (যশোর) উপজেলা সংবাদদাতা : কেশবপুরের পাঁজিয়া বাজারে বিএনপির পথসভায় যুবলীগের হামলায় পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ইন্তাজ গাজীসহ ৭ জন আহত হয়েছে। জানা যায়, গত রোববার রাত ৮টার সময় পাঁজিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে পাঁজিয়া বাজারে পথসভা চলছিল। প্রধান অতিথি জেলা বিএনপির সহ-সভাপতি চেয়ারম্যান আবু বকর আবু ও বিশেষ অতিথি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর মশিয়ার রহমানের বক্তব্য শেষে পথসভার সভাপতির বক্তব্যের শেষ পর্যায়ে পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের আহŸায়ক আবু সাঈদ লাভলুর নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালালে পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ইন্তাজ গাজী, মিজানুর রহমান, আব্দুল গফুর জিল্লুর রহমানসহ ৭ জন আহত হয়। এদের মধ্যে ইন্তাজ গাজীর মাথা ফেটে যায় ও মিজানুর রহমানের হাত ভেঙ্গে গেছে। এ সময় হামলাকারীরা ওজিয়ার রহমানের মাছের আড়ৎ, ৩টি মোটর সাইকেল ও পথসভায় ব্যবহৃত ৭ খানা চেয়ার ভাঙচুর করে। এদিকে আ.লীগের পক্ষ থেকে কেশবপুর থানায় অভিযোগ করা হয়েছে পাঁজিয়া বাজারের জনসভায় প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ ইসমাত আরা সাদেকের নামে অশ্লীল বক্তব্য রাখার প্রতিবাদ করায় উভয় পক্ষের মারামারিতে স্থানীয় যুবলীগ নেতা লাভলুসহ আ.লীগের ৪/৫জন নেতা-কর্মী আহত হয়েছে। এ সময় পাঁজিয়া বাজারস্থ আ.লীগ কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ পাওয়ার পর সোমবার রাতে উপজেলার মনোহরনগর গ্রামের ওমেদ আলি সরদারের পুত্র রবিউল (২৫) ও চান আলি গাজির পুত্র আঃ হামিদ (৩০) দুই বিএনপি কর্মীকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। অপরদিকে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপি সভাপতি আলহাজ আবুল হোসেন আজাদ এ হামলার তীব্র নন্দা ও প্রতিবাদ জানান। তিনি হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।