Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রেফতার ৭ জেএমবি তিন দিনের রিমান্ডে

| প্রকাশের সময় : ১৭ মে, ২০১৭, ১২:০০ এএম

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার হওয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির ৭ সদস্যকে তিনদিনের রিমান্ড দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম পুলিশের চাওয়া ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানী শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১০ ও ১১ মে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জেএমবির ৭ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৪ কেজি গানপাউডার, সাড়ে ৫২ কেজি পাওয়ার জেল ও ২২ টি জিহাদী বই উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জেএমবি সদস্যরা হলো, হারুন অর রশিদ, কামাল উদ্দিন, নাসিম রেজা, মোঃ ফিরোজ, মোঃ বাবু, আজিজুল হক, আব্দুল হাকিম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ