Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মে, ২০১৭, ৪:৫৯ পিএম

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুরের পাঁচ বছর আগে যৌতুকের দাবিতে কুলসুম আক্তারকে হত্যার দায়ে তার স্বামীকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।

জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাইদুর রাহমান গাজী আজ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মনির হোসেন রামগঞ্জ উপজেলার পশ্চিম শেখপুর গ্রামের সুলতান আলীর ছেলে।তিনি আদালতে উপস্থিত ছিলেন। বিচারক মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছেন বলে এ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আবুল বাশার জানান।

মামলার নথি থেকে জানান যায়, দুই লাখ টাকা যৌতুকের দাবিতে ২০১২ সালে ১৭ নভেম্বর সকালে কুলসুমকে শ্বাসরোধ করে হত্যা করে মনির। ওইদিন বিকালে কুলসুমের বাবা জামাল মিয়া বাদী হয়ে মনিরকে আসামি করে রামগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ২০ এপ্রিল মনিরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হলে মামলার বিচারকাজ শুরু করে আদালত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ