বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম জেলা সংবাদদাতা : চট্টগ্রামের সাতকানিয়ায় আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার শেষ রাতে এওছিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সাহেদ মিয়ার বাড়িতে এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।
নিহত সাইদুল আলম (১০) বাড়ির মালিক সাহেদ মিয়ার ছেলে। সাইদুলের দাদি আয়শা খাতুন (৬৫) ও ছোট বোন মায়শা আক্তারকে (০৭) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে রাত ৩টার দিকে ছয় কক্ষের ওই মাটির ঘরে আগুনের সূত্রপাত হয়। “পরিবারের সবাই ঘর থেকে বেরিয়ে আসতে পারলেও ঘুমন্ত সাইদুল আগুনে পুড়ে মারা যায়।”
জসিম উদ্দিন জানান, সাতকানিয়া ফায়ার স্টেশনের দুটি গাড়ি ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে পরিবারের সদস্যদের দাবি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।