Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় টিসিবি’র পণ্য বিক্রি শুরু : চলবে ১৮ জুন পর্যন্ত

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৭, ১২:০০ এএম


খুলনা ব্যুরো : পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল পর্যায়ে কমিয়ে রাখার লক্ষ্যে খুলনার ১৫ পয়েন্টে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গতকাল সকাল থেকে খোলা ট্রাকে ভোজ্য তেল, চিনি, মশুর ডাল ও ছোলা বিক্রি করলেও ক্রেতাদের সাড়া মিলেছে কম।
টিসিবি খুলনার আঞ্চলিক কর্মকর্তা মোঃ রবিউল মোর্শেদ বলেন, দেশী চিনি ৫৫ টাকা, সয়াবিন তেল ৮৫ টাকা, মশুর ডাল ৮০ টাকা ও ছোলা ৭০ টাকায় বিক্রি করা হচ্ছে। পাঁচটি ট্রাকের মাধ্যমে ১৫টি পয়েন্টে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। খোলা ট্রাকের পাশাপাশি টিসিবি’র নির্ধারিত খুলনা অঞ্চলের ৪৮২ জন ডিলারও পণ্য বিক্রি করছেন।
ট্রাকে টিসিবি’র পণ্য বিক্রির নির্ধারিত স্থানগুলো হল- খুলনা জেলা প্রশাসকের কার্যালয় ও বাংলাদেশ ব্যাংক মোড়, নতুন বাজার ও রূপসা ট্রাফিক মোড়, শান্তিধাম মোড় ও সাউথ সেন্ট্রাল রোড, ময়লাপোতা, নিরালা ও গল্লামারী মোড়, নিউমার্কেট, বয়রা ও বৈকালীর মোড়, খালিশপুর বিআইডিসি রোডের শিল্পাঞ্চল ও চিত্রালী বাজার এবং নতুন রাস্তা ও ফুলবাড়িগেট মোড়।
খুলনা টিসিবি’র আঞ্চলিক কার্যালয় সূত্র জানান, প্রত্যেক গ্রাহক ৫ লিটার তেল এবং তিন কেজি করে অন্যান্য পণ্য কিনতে পারবেন। আগামী ১৮জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাওয়া যাবে এসব পণ্য
বাজেটে যশোরে বিভিন্ন খাতে বরাদ্দের দাবিতে ওয়াল লিখন
যশোর ব্যুরো : আগামী বাজেটে ‘যশোর জেলায় কোন খাতে কি কি বরাদ্দ চান’ বাজেট ওয়ালে তা লিখেছেন যশোরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। গতকাল সোমবার যশোর প্রেসক্লাবের সামনে এই বাজেট ওয়াল লিখন অনুষ্ঠিত হয়। যশোর গণতান্ত্রিক বাজেট আন্দোলনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
প্রেসক্লাবের সামনে বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপি এই বাজেট ওয়ালে যশোর জেলার জন্য দাবি লিপিবদ্ধকরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান ও বিশিষ্ট নারী মুক্তিযোদ্ধা এড. সালেহা খাতুন। উপস্থিত ছিলেন, যশোর গণতান্ত্রিক বাজেট আন্দোলনের আহŸায়ক ও উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি, প্রবীণ আইনজীবী মাহবুব আলম বাচ্চু, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক যশোর গণতান্ত্রিক বাজেট আন্দোলনের মিডিয়া ফোকাল পার্সন হাবিবুর রহমান মিলন, যশোর পৌর কাউন্সিলর নাছিমা আক্তার জলি।
এই বাজেট ওয়াল এর মাধ্যমে যশোরবাসী আসন্ন ২০১৭-১৮ অর্থ বছরের বাজেটে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্পায়ন ও কর্মসংস্থান, নারী ও শিশু, তথ্য প্রযুক্তি, অবকাঠামো, আবাসনসহ অন্যান্য খাতে তাদের দাবিসমূহ তুলে ধরেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ