Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অবকাঠামো সমস্যা ও এমপিওভুক্ত না হয়েও

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৭, ১২:০০ এএম

শতভাগ পাস রাউজানের ডাবুয়া দাখিল মাদরাসা
এম বেলাল উদ্দিন, রাউজান (চট্টগ্রাম) থেকে : এমপিওভুক্ত না হয়েও দাখিল পরীক্ষার ফলাফলে রাউজানের পশ্চিম ডাবুয়া গাউছিয়া দাখিল মাদরাসার পরীক্ষার্থীরা শতভাগ পাসের রেকর্ড গড়েছেন। রাউজানে এই বারের দাখিলে ফলাফলে শুধুমাত্র এই মাদরাসাটি শতভাগ হওয়ার গৌরব অর্জন করেছে তাও একদম অজপাড়াগাঁয়ে। এই এলাকার ধর্মীয় লেখাপড়ার জন্য সরকারী স্বীকৃতিপ্রাপ্ত এই মাদরাসাটি একমাত্র ভরসা। এমনকি সমগ্র ডাবুয়া ইউনিয়নে সরকারী স্বীকৃতিপ্রাপ্ত কোন মাদরাসা (শিক্ষা বোর্ডের অধিনস্থ) নেই। মাদরাসাটি দীর্ঘকাল ধরে এলাকায় ধর্মীয় শিক্ষার আলো ছড়ালেও সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত মাদরাসার শিক্ষক কর্মচারীরা। ১৪ জন শিক্ষক নিরলস পরিশ্রমের মাধ্যমে ছাত্রছাত্রীদের পাঠদান দিয়ে যাচ্ছেন। মাদরাসায় বর্তমান ৩২০ জন ছাত্রছাত্রী অধ্যায়নরতের পাশাপাশি এতিমখানা ও হেফজ বিভাগে ৪০ জন আবাসিক ছাত্র হিসেবে পাঠদান নিচ্ছেন। বর্তমান মাদরাসার সুপার আলহাজ্ব মোহাম্মদ মুনছুর আলম রেজভী জানান তিনি মাদরাসায় যোগদানের পর থেকে সর্বপ্রথম ২০১৫ সালে মাদরাসাটি স্বীকৃতি লাভ করে। এরপর ০১/০১/২০১৫ সাল থেকে পরীক্ষার অনুমোদন প্রাপ্তহন। চলতি বছরের দাখিল পরীক্ষায় সরাসরি অংশগ্রহন করে প্রথমেই শতভাগ ফলাফল অর্জন করতে সক্ষম হয় মাদরাসাটি। মাদরাসার শিক্ষকরা বলেন বেসরকারী শিক্ষা প্রতিষ্টানকে এমপিওভুক্ত করার সময় এই মাদরাসাটি এমপিও ভুক্তির আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। সমগ্র রাউজানের ২৩টি এমপিওভুক্তি মাদরাসার মধ্যে নন এমপিও এই মাদরাসাটির শতভাগ ফলাফল সর্ম্পকে রাউজান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা সাইফুল ইসলাম জানান এই মাদরাসার কর্মরত শিক্ষকরা খুবই আন্তরিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ