বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামে পাচারের শিকার শাজাহান খানের শিশু পুত্র যোবায়ের খান(১৩) কে সম্প্রতি অপহরনের পর পাচারের শিকার হয়েছে বলে অভিযোগ প্রকাশ করা হয়েছে। গত ৩০ এপ্রিল যোবায়ের অপহরনের শিকার হবার পর তার পিতা শাজাহান খান বাদী হয়ে গত ৩ মে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।দীর্ঘ ১৫দিনেও যোবায়ের উদ্বার না হওয়ায় পরিবারে চলছে কান্নার রোল। শিশু পুত্রকে উদ্ধার ও জড়িত মানব পাচারকারীদের গ্রেফতার পূর্বক বিচারের দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।এ উপলক্ষ্যে গতকাল সকালে ভাঙ্গা বিশ্বরোড মোড়ে কয়েক হাজার লোক ঘন্টাব্যাপী মানব বন্ধনে অংশগ্রহন করে। এ সময় রাস্তায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। মানববন্ধনকারীরা অবিলম্বে এলাকার চিহ্নিত মানব পাচারকারী শাওন, ইউনুস, জাহাঙ্গীর , হাসমত, ফরিদাসহ জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। এসময় বক্তব্য রাখেন ভাঙ্গা থানার নির্বাহী অফিসার মোহাম্মদ কাজী ফয়সাল, উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার আবুল বাশার মাতুব্বর, সাবেক উপজেলা চেয়ারম্যান সুধিন সরকার মঙ্গল, সাবেক ইউপি চেয়ারম্যান ম.ম. ছিদ্দিক মিয়াসহ প্রমুখ। এ সময় যোবায়েরের পিতা শাজাহাস খান ও মা রাহিমা বেগম কান্নায় ভেঙ্গে পড়েন। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত হয়ে মামলার তদন্ত কর্মকর্তা ভাঙ্গা থানার এস আই সালাহউদ্দিন বলেন অভিলম্বে পাচারকারীদের গ্রেফতার করে যোবায়েরকে পরিবাররের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা ভাঙ্গা-মাওয়া মহাসড়কে অবস্থানের পর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। এসময় তারা মানবপাচারকারীদের ফাঁসি চাই. যোবায়েরকে ফিরিয়ে দাওসহ বিভিন্ন শ্লোগান দেন। পরে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাজী ফয়সালের নিকট স্মারকলিপি প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।