বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’গ্রামবাসির সংঘর্ষে এক যুবক নিহত ও কমপক্ষে ৫০জন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম লোকমান হোসেন (২২)। সে নোয়ারাই ইউপির উলুরগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের পুত্র। গতকাল সোমবার বিকেলে এঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উলুরগাঁও ও পার্শ্ববর্তী বড়গল্লা গ্রামে বাচ্চাদের মধ্যে গত ১২মে’ বড়গল্লা মাঠে ফুটবল খেলা অনুষ্টিত হয়। দু’গ্রামের খেলোয়াড়দের খেলা চলাকালে রেফারির উপর অনাস্থা এনে উলুরগাঁও গ্রামের খেলোয়াড়রা মাঠ থেকে বেরিয়ে আসে। ঘটনার দিন দুপুর ১২টায় চানপুরবাজারে দু’গ্রামের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরজের ধরেই বিকেল ৩টায় বড়গল্লা গ্রামের ওয়াছির আলীর নেতৃত্বে লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উলুরগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের দোকানে হামলা, ভাংচুর ও লুঠপাট চালায়। এতে প্রতিবাদ করলে উভয়ের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে লোকমান হোসেন নামের একযুবক গুরুতর আহত হলে ছাতক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় দু’পক্ষে কমপক্ষে ৫০জন আহত হয়েছেন। এদেরকে ছাতক হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন জানান, তাদের মালিকানাধিন দোকানের প্রায় ৫লক্ষাধিক টাকার মালামাল লুঠে নেয়া হয়েছে। ছাতক থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।