Inqilab Logo

সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চোলাই মদ গাঁজার গাছ ও হেরোইনসহ আটক ৫

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৭, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামের বিভিন্ন এলাকা থেকে দেশীয় চোলাই মদ , কাঁচা গাঁজার গাছ ও হেরোইন সহ ৫ জনকে আটক করেছে পুলিশ। গত রবিবার সন্ধ্যা থেকে রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উপজেলার দাসগ্রামের খলিল বিশ্বাসের ছেলে দুলাল বিশ্বাস(৪০) ও একই গ্রামের সুটকা চৌধুরীর ছেলে মাহবুব চৌধুরী এর কাছ থেকে ১০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয় এবং মৌখাড়া বাজার এলাকার আজিজুর রহমান আকন্দের ছেলে শাহিন আকন্দ (৩০) ও মমতাজ প্রামানিকের ছেলে আব্দুস সালাম(২৮) এর কাছ থেকে ২ হাজার টাকা মূল্যের ১ গ্রাম পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়। এছাড়াও বধাহিমআলী গ্রামের আফছার মন্ডলের ছেলে আকরাম মন্ডল (৫০) এর কাছ থেকে ১০ কেজি ওজনের কাঁচা গাঁজার গাছ উদ্ধার করা হয়। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহরিয়ার খাঁন জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ