বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা বকশীবাজারে স্থাপিত আবু আহমেদ জমাদারের বিশেষ আদালত থেকে অন্য আদালতে স্থানান্তরের জন্য হাইকোর্টে আবেদন করেছেন বেগম খালেদা জিয়া। গতকাল সোমবার খালেদা জিয়ার পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া এ আবেদন করেন। আবেদনটি শুনানির জন্য হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও সাহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে বলেও জানান আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া। আবেদনের বিষয়ে তিনি বলেন, ‘ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা থেকে এর আগে বেগম খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট মামলাটি স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই আদালতে এই মামলাটির ন্যায়বিচার পাওয়া নিয়েও আমাদের সংশয় রয়েছে। এ কারণেই আমরা আবেদনটি করেছি। দুদকের পক্ষের ৩২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও আপিল বিভাগের নির্দেশে তদন্ত কর্মকর্তাকে জেরা শেষ হয়েছে। বর্তমানে মামলাটি খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন পর্যায়ে রয়েছে। আগামী ২৫ মে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট পরবর্তী ২৩ মে:
খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আত্মপক্ষ শুনানির জন্য আগামী ২৩ মে দিন ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার কামরুল হোসেন মোল্লার বিশেষ আদালত এ দিন ধার্য করেন। খালেদা জিয়ার পক্ষে আত্মপক্ষ শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলাটিতে খালেদা জিয়া বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে হাইকোর্টে আবেদন করেন। গতকাল হাইকোর্ট বিচারক পরিবর্তনের আদেশ মঞ্জুর করায় খালেদা জিয়ার আইনজীবীরা আত্মপক্ষ শুনানি পেছানোর আবেদন করেন। এদিন মামলাটিতে খালেদা জিয়া অসুস্থতাজনিত কারণে আদালতে হাজির হতে না পারায় তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।