Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

হাবে কোটা বঞ্চিত এজেন্সি’র অবস্থান কর্মসূচি পালিত

অতিরিক্ত হজ কোটা আনতে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অতিরিক্ত হজ কোটা আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেছেন কোটা বঞ্চিত হজ এজেন্সি’র মালিকরা। গতকাল সোমবার নয়া পল্টনস্থ হাব কার্যালয়ে কোটা বঞ্চিত ৫০৩ হজ এজেন্সি’র আহবায়ক কমিটি’র উদ্যোগে অবস্থান কর্মসূচিতে নেতৃবৃন্দ ৫০ হাজার হজযাত্রীর নতুন কোটা আনতে উদ্যোগ নেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান। তারা সরকারের অব্যবহ্রত ৫৮০০শ’ হজ কোটা ক্ষতিগ্রস্ত হজ এজেন্সিগুলোর মাঝে সুষম বন্টনের জোর দাবী জানান। আজ ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অবগত হয়ে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ৫০ হাজার হজ কোটা আনার দাবীতে মানববন্ধন কর্মসূচিও পালন করবেন বলে ক্ষতিগ্রস্ত হজ এজেন্সি’র নেতৃবৃন্দ আভাস দিয়েছেন। অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মাওলানা মাসউদুর রহমান, মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা ফজলে এলাহী, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা জাহাঙ্গীর, নূরুল হক, তানভীর জাহান ফারুকী ও মোস্তফা কামাল আজাদী। নেতৃবৃন্দ বলেন, হাবের ইজএম-এর সিদ্ধান্ত মোতাবেক সরকারী অব্যবহ্রত হজ কোটা হজ এজেন্সি’র মাঝে সুষম বন্টনের উদ্যোগ নিতে হবে। অতিরিক্ত ৫০ হাজার হজ কোটা আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সউদী আবর সফরের সময় এজেন্ডাভুক্ত করণের অনুরোধ জানান নেতৃবৃন্দ। বিকেলে হাবের সভাপতি আব্দুস ছোবহান ভূঁইয়া ও মহাসচিব শাহাদাত হোসাইন তসলিম অবস্থান কর্মসূচি পালনকারী ক্ষতিগ্রস্ত হজ এজেন্সি’র মালিকদের সাথে বৈঠকে মিলিত হন। সেখানে হাব নেতৃনৃন্দ বলেন, অতিরিক্ত হজ কোটা আনার ব্যাপারে হাবের পক্ষ থেকে সরকারের মাধ্যমে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।  এ ব্যাপারে ধর্মমন্ত্রীও লিখিত প্রস্তাব চেয়েছেন। এর পরেই ধর্ম মন্ত্রণালয় অতিরিক্ত কোটার জন্য সউদী আরবে ডিও লেটার প্রেরণ করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ