Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুয়েটে ছাত্রলীগ দু’ধাওয়া-পাল্টা ধাওয়া

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৭, ১২:০০ এএম

রাবি রিপোর্টার : আবাসিক হলের সিট দখলকে কেন্দ্র্র করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্রলীগের এক গ্রæপকে ধাওয়া দিয়েছে অন্য গ্রæপ। এতে একজন আহত হয়েছে। গত রোববার রাতে রুয়েটের শহীদ লে. সেলিম হলে এ ঘটনা ঘটে। আহত আল নাহিয়ান রুয়েটের মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫ সিরিজের শিক্ষার্থী। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, রুয়েট ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী তানভীর আহমেদ আবির লে. সেলিম হলে ১৫ সিরিজের বেশ কয়েকজন কর্মী নিয়ে অবৈধভাবে থাকতো। স¤প্রতি ওই কক্ষগুলোতে নতুনভাবে সিট বরাদ্দ দেয় হল কর্তৃপক্ষ। বরাদ্দকৃত সবাই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারী। হল প্রশাসন তাদেরকে হল ছেড়ে দিতে বললেও তারা হলে অবস্থান করে। এ নিয়ে হল প্রশাসনের সাথে বাক-বিতন্ডাও হয় আবিরের। তবে রোববার রাতে ওই কক্ষগুলোতে অবস্থান করা ছাত্রলীগ কর্মীদের সাথে কক্ষ বরাদ্দ পাওয়া ছাত্রলীগ কর্মীদের কথা কাটাকাটির একপর্যায়ে আবিরের সমর্থকদের ধাওয়া  দেয় সভাপতি ও সাধারণ সম্পাদক অনুসারী ছাত্রলীগ কর্মীরা। এসময় আবিরের অনুসারী আল নাহিয়ান দৌড়ানোর সময় পড়ে গেলে তাকে রড দিয়ে মারধর করে ছাত্রলীগ কর্মীরা। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু বলেন, ‘ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে সেলিম হলে কিছু শিক্ষার্থী অবৈধভাবে অবস্থান করছিলো। সাধারণ শিক্ষার্থীদের সাথে ঝামেলা করায় তাদেরকে ধাওয়া দিয়েছে বলে শুনেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ