Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় গ্রেফতার গুরুদাসপুর পৌর মেয়র

পুলিশের ওপর হামলা

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৭, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের গুরুদাসপুর উপজেলার মাসিক সমন্বয় সভাকে কেন্দ্র করে গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও গুরুদাসপুর পৌর মেয়র শাহ নেওয়াজ আলী মোল্লার সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় মেয়রসহ ৪ জনকে আটক করেছে রাজধানীর শাহবাগ ও নাটোরের গুরুদাসপুর থানা পুলিশ। গতকাল ভোর রাতে জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় তাদেরকে আটক করা হয়। আটক অন্যরা হলেন মেয়র সমর্থক বাবু আলী, আমিরুল ইসলাম ও বক্স। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। গত বৃহস্পতিবার বেলা ১০ টার দিকে ৫০/৬০টি মটর সাইকেল এর বহর নিয়ে মেয়র সমর্থকরা উপজেলা মাসিক সমন্বয় সভায় যোগ দিতে গেলে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে পুলিশের সাথে সংঘর্ষ হয়। এতে পুলিশের পাঁচ সদস্য সহ ১০ জন আহত হয় এবং লাঠি চার্জের সময় মেয়রও লাঠি চার্জের শিকার হন বলে মেয়রের পক্ষ থেকে দাবি করা হয়। পরে মেয়রসহ ৬৭জন নামীয় আসামী ছাড়াও আরো ২শ’জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকে মেয়র শাহনেওয়াজ মোল্লা পলাতক ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ