Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপির নেতাকর্মীদের কারাগারে প্রেরণ সরকারের মূল লক্ষ্য -মির্জা ফখরুল

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট মামলা দায়েরের মাধ্যমে গ্রেফতার করে কারাগারে প্রেরণ এখন সরকারের মূল লক্ষ্যে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।
ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব নবী উল্লাহ নবী গতকাল যাত্রাবাড়ী থানার একটি বানোয়াট মামলায় জামিন নিতে আদালতে হাজির হলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, সারাদেশে বিরোধী দল দমনে গুম, খুন, অপহরণ ও বিচার বহির্ভূত হত্যাকান্ডের পাশাপাশি বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ভুয়া মামলা দায়েরের মাধ্যমে গ্রেফতার করে কারাগারে প্রেরণ এখন সরকারের মূল লক্ষ্যে পরিণত হয়েছে। সুতরাং নবী উল্লাহ নবীকে ভিত্তিহীন ও হীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় কারাগারে প্রেরণের ঘটনা বর্তমান সরকারের ধারাবাহিক ফ্যসিবাদী আচরণেরই বহিঃপ্রকাশ। তিনি অবিলম্বে নবীর বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।
অপর এক বিবৃতিতে নবী উল্লাহ নবীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির সভাপতি হাবিব- উন- নবী- খান সোহেল এবং সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুল

২১ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ