পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ট্রাইব্যুনালের কিছু প্রসিকিউটর ঘাতক দালাল নির্মূল কমিটির মিটিংয়ে গিয়ে অসদাচরণ করেছেন। দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়ের কিছু অংশে প্রসিকিউটরদের নিয়ে করা মন্তব্য বাদ দেওয়ার আবেদন করলে প্রধান বিচারপতি এসব কথা বলেন। গতকাল সোমবার সাঈদীর রিভিউতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের বক্তব্য উপস্থাপনের পর আইনজীবী এ এম আমিন উদ্দিন আবেদনটি করেন।
প্রধান বিচারপতি বলেন, কিছু নন-প্রাকটিসিং ল-ইয়ার প্রসিকিউটর হয়েছেন। কিছু প্রসিকিউটর ঘাতক-দালাল নির্মূল কমিটির মিটিংয়েও যায়। যাদের (নির্মূল কমিটির) পলিটিক্যাল এজেন্ডা রয়েছে তারা কিন্তু মিসকন্ডাক্ট (অসদাচারণ) করছেন। এরা পাবলিক প্রসিকিউটরের পজিশন বুঝে না। তবে আদালত রায়ে প্রসিকিউটরদের বিষয়ে থাকা কিছু মন্তব্য বাদ দেওয়ার আবেদনের কিছু অংশ মঞ্জুর করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।