Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কুল ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৭, ১২:০০ এএম

শরণখোলা উপজেলা সংবাদদাতা : বাগেরহাটের শরণখোলায় ঝুঁকিপূর্ণ ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন জরুরীভাবে নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা পরিষদের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধন শেষে সমাবেশে বক্তরা বলেন, ঝুঁকিপূর্ন অধিকাংশ ভবনে ক্ষুদে শিক্ষার্থীরা ক্লাশ করছে। বিকল্প ভবন না থাকায় বাধ্য হয়ে আতংকিত অবস্থায় শিক্ষকরা পাঠদান করছেন। বিদ্যালয় ভবনগুলি নির্মাণে তারা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন। সমাবেশে বক্তৃতা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন, শিক্ষক নেতা জাকির হোসেন, নজরুল ইসলাম, হাফিজুর রহমান, মিজানুর রহমান, নান্না মিয়া, কবির হোসেন প্রমূখ।
উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আখতার হোসেন বলেন, ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের তালিকা ইতিপূর্বে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ভবনগুলো জরুরী ভিত্তিতে নির্মাণ করা প্রয়োজন বলে তিনি মনে করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ