Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলিউডের আরেকটি ফিল্মের প্রস্তাব পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৭, ১২:০০ এএম

প্রিয়াঙ্কার চোপড়ার হলিউড অভিষেক চলচ্চিত্র ‘বেওয়াচ’ মুক্তি পাবার আগেই তিনি আরও একটি চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব পেয়েছেন। ‘আ কিড লাইক জেক’ নামের এই চলচ্চিত্রটিতে কাজ করার সুযোগ পেলে তিনি সহশিল্পী হিসেবে পাবেন জিম পার্সন্স এবং ক্লেয়ার ডেন্সকে। ড্রামা ফিল্মটিতে অক্টাভিয়া স্পেন্সারেরও অভিনয় করার কথা আছে।
প্রিয়াঙ্কা, অ্যান ডাউড এবং মিকেলা ওয়াটকিন্সের সঙ্গে এখন চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য আলোচনা চলছে।
লিঙ্কন সেন্টারের নন্দিত মঞ্চনাটক ‘আ কিড লাইক জেক’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হবে। এটি অ্যালেক্স (ডেন্স) এবং গ্রেগ হুইলার (পার্সন্স) আর তাদের চার বছর বয়সী ছেলে জেকের গল্প। জেকের মধ্য মেয়েসুলভ আচরণ বেশি প্রকাশ পেলে মা-বাবা উদ্বিগ্ন হয়ে ওঠে।
প্রিয়াঙ্কা অ্যালেক্স-গ্রেগ দম্পতির বন্ধু আমালের ভূমিকায় অভিনয় করতে পারেন।
প্রিয়াঙ্কার ‘বেওয়াচ’ ২৫ মে মুক্তি পাবে; এই চলচ্চিত্রে তিনি খল ভূমিকায় অভিনয় করেছেন। ডোয়েন ’দ্য রক’ জনসন, য্যাক এফরন, আলেকজান্ড্রা ড্যাডারিও এবং কেলি রোরবাক ফিল্মটিতে প্রধান কয়েকটি ভূমিকায় অভিনয় করেছেন।



 

Show all comments
  • abu faiz bulbul ১৬ মে, ২০১৭, ৩:১২ পিএম says : 0
    go ahead prinka ji.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ